লেখকের বিস্তারিত

জন্ম ১৯৫৯ সালে, খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে। খুলনা বি.এল. কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিকম ও এমকম করেছেন। পেশাগত জীবনের সূচনা সাংবাদিকতা ও শিক্ষকতা দিয়ে। ছিলেন খুলনা ইসলামিয়া কলেজের প্রভাষক।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে হেঁটেছেন। শ্রমিকনেতা হিসেবে শ্রমিকদের অধিকার আন্দোলনে রেখেছেন অগ্রণী ভূমিকা। ২০০১ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পার্লামেন্টারিয়ান ও সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন।
মিয়া গোলাম পরওয়ারের রাজনীতি, সমাজকর্ম, বক্তব্য কিংবা লেখালিখি তাঁর আদর্শিক অবস্থানকে ঘিরেই। সবকিছু ছাপিয়ে রাজনীতিবিদ পরিচয়টাই মূখ্য হলেও লেখালিখিতেও তিনি সক্রিয়। মুমিন জীবনে নিয়ামত ও মুসিবত, ঈমানের উন্নতি, মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সবর ও সালাত, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকাশিত বই।